ছবি: সংগৃহীত
শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। ঢালিউড অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন চিত্রনায়িকা নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে তাদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগের লড়াই।
তাদের দুই পক্ষের অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি জায়েদ খানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন নিপুণ। এই নায়িকার দাবি, তার বিরুদ্ধে অপপ্রচার করছেন জায়েদ খান। এমনকি টাকা দিয়ে লোকও নাকি নিয়োগ করে রেখেছেন এ অপপ্রচারে!
রোববার (২০ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিপুণ বলেছিলেন, ‘হঠাৎ করে জায়েদ খানের ভক্ত বেড়ে গেছে। তিনি টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী।’
অভিনেতা জয় চৌধুরীকে নিয়ে নিপুণ বলেন, ‘তুমি মাত্র সিনেমায় এসেছ। সব নোংরামি বাদ দিয়ে মন দিয়ে তোমার সিনেমায় কাজ করা উচিত।’
এদিকে চিত্রনায়ক জায়েদ খানকে ইঙ্গিত করে বলেন, ‘যেহেতু জায়েদের সঙ্গে আমার আইনি লড়াই চলছে; আমি বলব, আপনি আমার বিরুদ্ধে এ ধরনের নোংরামি থেকে বিরত থাকুন। আমাদের সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।’
নিপুণ আরও বলেন, তিনি তার সোর্সের মাধ্যমে এসব বিষয় জানতে পেরেছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন কি না–জানতে চাইলে সংবাদমাধ্যমকে নিপুন বলেন, ‘আমি কিন্তু কথায় কথায় বলি না যে, আইনি ব্যবস্থা নেব। গতকালও ফেসবুক গ্রুপে নিউজ করেছে, গ্রেফতার হওয়া নিপুণকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যারা এগুলো করছেন, তাদের সতর্ক করে দিচ্ছি। আর আইনি ব্যবস্থা নেব কি না, তা সময়ই বলে দেবে।’