নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লি পৌঁছেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
সোমবার (২১ ফেব্রুয়ারি) মন্ত্রীর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইটযোগে ঢাকা ছাড়েন তিনি।
নয়াদিল্লীর মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।
উল্লেখ্য, বুকে ব্যথা নিয়ে গত ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে ভর্তি হন ওবায়দুল কাদের। ২৬ ডিসেম্বর সকালে তিনি চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।