করোনা আক্রান্ত রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।
এর আগে, সোমবার রানি এলিজাবেথের করোনা আক্রান্তের খবর আসে। তবে মৃদু উপসর্গ নিয়ে তিনি বেশ সুস্থই আছেন বলে এনিয়ে জনসাধারণকে বিশেষ চিন্তিত না হওয়ার বার্তা এসেছে রানীর বাসভবন বাকিংহাম প্যালেস থেকে। এছাড়া নিজের কাজগুলোও বেশ স্বাচ্ছন্দ্যে তিনি করতে পারছেন বলে জানানো হয়েছে।
রোববার শীতকালীন অলিম্পিক দলকে একটি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন ৯৫ বছর বয়সী এই রানি। এর ফলে সবকিছু ঠিকঠাক থাকার বার্তাই পাচ্ছে রানির স্বাস্থ্য নিয়ে উৎকন্ঠিত জনসাধারণ।
এরপর কী হবে সেই বিষয়ক সিদ্ধান্ত নিচ্ছেন রানীর ব্যক্তিগত মেডিক্যাল দল। এই মহামারিতে রানির স্বাস্থ্য সুরক্ষিত রাখাই প্র্থমে গুরত্ব পাবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক স্যার হুউ থমাস। তবে তাকে নিরাপদে রাখতে কী ধরনের পদক্ষেপ নেয়া হবে তা প্রকাশ করেনি তা বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়নি।
এমনকি রানির গোপনীয়তার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যের তথ্যও নিয়মিত প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে। সম্প্রতি প্রিন্স চার্লস ও ক্যামিলার করোনা আক্রান্তের খবর এলে রানিরও কোভিড টেস্ট করানো হবে কি না সে বিষয়ক কোনো তথ্য দেয়া হয়নি।
এছাড়া রানি তিন ডোজ টিকাই গ্রহণ করেছেন এমন তথ্য পাওয়া গেলেও দাপ্তরিকভাবে এখন পর্যন্ত শুধু এক ডোজের বিষয়েই নিশ্চিত করা হয়েছে। একইভাবে স্বাস্থ্যের কারণে গত শরতে জনসম্মুখে আসার একটানা অনেকগুলো দিনের সূচি বাতিল করেলেও এই বিষয়ক কোনো বিত্তান্তই জনসাধারণকে জানানো হয়নি।