সরকার নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এর কোনও অংশ আর টিকে নেই। এখন তারা আবার নির্বাচন কমিশন গঠনের নামে সার্চ কমিটি গঠন করেছে। সেই কমিটির প্রত্যেকে তাদের লোক। তারাই আবার ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবেন।
Advertisement
তিনি বলেন, আসলে এরা সবাই হুদার (সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা) মতোই লোক। অনেকে বলেন এবার সিইসি এবং অন্যান্য প্রধান নির্বাচন কমিশনাররা হবে বেহুদার মতো।
বিএনপি মহাসচিব হুঁশিয়ার করে বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায়ে এদের একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।তাদের বিচার হতে হবে।
ফখরুল বলেন, জনগণকে বোকা বানাতে সার্চ কমিটি করা হয়েছে। আবার নির্বাচিত হতে নিজেদের মতো করে ইসি গঠন করছে সরকার। সরকারের দুঃশাসন, দুর্নীতি থেকে দেশের প্রতিটি মানুষ মুক্তি চায়। বেঁচে থাকার নিশ্বাস নিতে অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায় তারা। কারণ, তাদের নাভিশ্বাস উঠেছে।
তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনের আগে সুন্দর সুন্দর মুখোরোচক কথা বলেছিল আওয়ামী লীগ। বলা হয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়ানো হবে। কৃষকদের মধ্যে বিনা পয়সায় সার বিতরণ করা হবে।ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করা হবে। এসব শুনে কিছু মানুষ পরিবর্তনের আশায় নৌকায় ভোট দিয়েছিলেন। পরে তারা প্রতারণার শিকার হয়েছেন।