বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবন
মাহমুদ অপু, বরিশাল:জন্ম নিবন্ধন কার্যক্রম আরও সহজতর করতে উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এ উদ্যোগের ফলে ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় থেকেই জন্ম নিবন্ধন করাতে পারবেন নাগরিকরা। এরি মধ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জন্ম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির, বিসিসি’র মেডিকেল অফিসার ডা. খন্দকার মনজুরুল ইসলাম শুভ্রসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রাথমিক পর্যায়ে ২৫ নম্বর ওয়ার্ডের জন্ম নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান থাকলে পরবর্তীতে সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে এ কার্যক্রম চালু হবে। এই কার্যক্রম পুর্ণাঙ্গ রূপে চালু হলে জন্ম নিবন্ধনের জন্য নাগরিকদের আর সিটি কর্পোরেশন পর্যন্ত যেতে হবে না।
এমনকি জন্ম নিবন্ধনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হবে না। খুব সহজেই ওয়ার্ডের নাগরিকরা নিজ নিজ ওয়ার্ডে বসেই জন্ম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।