চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা করোনা মহামারির সময়ে সামনের সারিতে থেকে যারা লড়েছেন তাদের সন্তানদের জন্য একটি সুযোগ করে দিয়েছে ভারত সরকার। করোনা যোদ্ধাদের সন্তানদের জন্য মেডিকেল কলেজে আসন বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেখানে জানানো হয়েছে, করোনা যোদ্ধাদের সন্তানদের জন্য মোট ৫টি মেডিকেল কলেজ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কলেজ এসব শিক্ষার্থীদের জন্য একটি করে সিট বরাদ্দ করতে পারবে।
তবে ওই আসনে ভর্তি হতে গেলে অবশ্যই তাদের নিট পরীক্ষায় পাশ করতে হবে। এই সুবিধা কেবল মাত্র কোভিড যোদ্ধাদের সন্তানেরাই পাবেন বলে জানিয়েছে দেশটির মেডিক্যাল কাউন্সিলিং কমিটি (এমসিসি)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই বরাদ্দ আসনগুলোতে ভর্তি হতে গেলে কোভিড যোদ্ধার সন্তানদের অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের চিকিৎসা শিক্ষা কর্মকর্তা বা স্বাস্থ্য পরিষেবা কর্মকর্তার মাধ্যমে এমসিসির কাছে আবেদন করতে হবে। চলতি বছরের আবেদন ১৭ মার্চের মধ্যেই করতে হবে বলে জানানো হয়েছে।