উর্ফি জাভেদ। বিগ বস ওটিটির সুবাদে বেশ পরিচিতি তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্ফি জানিয়েছেন, বলিউডে নিজেকে তৈরি করতে তাকে কীভাবে স্ট্রাগল করতে হয়েছে।
উর্ফি জাভেদ অভিনয়ের চেয়ে খোলামেলা পোশাকের কারণেই বেশি পরিচিতি পেয়েছেন। ভিন্ন মত পোষণ করেই এসেছেন আলোচনায়। এবার এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে মুখ খুললেন এই সুন্দরী।
Advertisement
একবার কাস্টিং কাউচেরও সম্মুখীন হয়েছিলেন উর্ফিও। সে যাত্রায় বুদ্ধির জোরে বেরিয়ে আসতে পেরেছিলেন বলে জানান। উর্ফি বলেছিলেন, এই কাস্টিং কাউচের সঙ্গে যুক্ত ছিলেন বলিউডের নামীদামী তারকারাও। এবার পাঞ্জাবের কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি। কয়েকজন উঠতি মডেল ও নায়িকাকে যৌন হেনস্তা করে ওই কাস্টিং ডিরেক্টর। তিনি উর্ফির নামেও বদনাম করেছিলেন।
উর্ফির অভিযোগ, উঠতি কয়েকজন মডেলকে অশ্লীল প্রস্তাব দেন ওবেদ। সিনেমায় সুযোগ পেতে কম্প্রোমাইজ করতে হবে এমন প্রস্তব দেয় আফ্রিদি। যৌন হেনস্তার করতেও পিছপা হয়নি এই কাস্টিং ডিরেক্টর।
সেখানে দুজন মডেলের সঙ্গে চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেন উর্ফি। যারা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন উর্ফির সঙ্গে। উর্ফির এই অভিযোগে সহমত পোষণ করেছেন মডেল প্রিয়াঙ্ক শর্মাও। প্রিয়াঙ্ক বলেন, তার কাছের এক বান্ধবীকেও যৌন হেনস্তা করেছিলেন ওবেদ।