র্যাবের ওপর দেয়া নিষেধাজ্ঞা ওঠাতে বাংলাদেশ মার্কিন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চলতি সপ্তাহের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এক্ষেত্রে আইনি ও কূটনৈতিক দুই প্রক্রিয়াই চলমান থাকবে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও বলেন, আমাদের হয়ে কথা বলা ও মামলা লড়ার জন্য প্রতিনিধি নিয়োগের চূড়ান্ত পর্যায়ে আছি আমরা। আমরা তিনটি আইনি প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। সেখান থেকে সবচেয়ে ভালো যে সিদ্ধান্ত আসবে সেটা আমরা নিবো।
প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিভিন্ন খুঁটিনাটি দিক জানতে চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিনেটর ও কংগ্রেস সদস্যকে চিঠি পাঠান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।