ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮৫ জনে। এখনও নিখোঁজ কমপক্ষে ১০০ জন মানুষ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভারী বৃষ্টিপাত এবং নতুনভাবে ভূমিধসের আশঙ্কায় তল্লাশি অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। চলমান প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পাহাড়ি শহর পেত্রোপলিস। প্রশাসনের তরফ থেকে এখনও জারি রয়েছে সতর্কবার্তা। এরমাঝেও দোকানপাট এবং ব্যবসা পুনরায় চালু করেছেন স্থানীয়রা।
নিজ উদ্যোগেই ক্ষতিগ্রস্তরা বসতভিটার সংস্কার করছেন। কাদামাটির নিচ থেকে সংগ্রহ করছেন প্রয়োজনীয় জিনিসপত্র। রিও ডি জেনেরিওর গর্ভনর অফিস থেকে জানানো হয়েছে, ১৯৩২ সালের পর এলাকাটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় গত ১৫ ফেব্রুয়ারি। এর প্রভাবেই ভয়াবহ এ পরিণতি।