ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়েছে। দিনের শুরুতেই বাজারে বেড়ে গেছে স্বর্ণের দাম।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাজারে মসিএক্স (মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ)-এ ১০ গ্রাম প্রতি দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বেড়ে গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, গত এক বছরে এটাই সোনার সর্বোচ্চ দাম।
একদিকে বাড়ছে সোনা ও তেলের দাম। অন্যদিকে কমছে শেয়ারবাজারের সূচক ও বিটকয়েনের মূল্য। এতে করে দেশে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
তেল উৎপাদনে রাশিয়া তৃতীয় বৃহত্তম দেশ। রাশিয়া সামরিক অভিযানের ঘোষণা দিতেই ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলার অতিক্রম করে। ২০১৪ সালের পরে কখনই তেলের দাম এতটা ঊর্ধ্বমুখী ছিল না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের ডোনবাসে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই লন্ডনে তেলের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে গেছে।
বৈশ্বিক তেল বাণিজ্যে রাশিয়া একটি মুখ্য উৎস। ইউরোপের চার ভাগের এক ভাগ জ্বালানি তেলের যোগান মূলত রাশিয়া থেকেই পূরণ করা হয়। অন্যদিকে ইউরোপে তিন ভাগের এক ভাগ গ্যাসের যোগানও রাশিয়া থেকে আসে।
এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম বেড়ে ৯৯ ডলারে ওঠে।