বৃহস্পতিবার ভোর থেকে রাশিয়ার সেনাবাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে শুরু করে। ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সবাই অবগত।
এ সংঘাত নিয়ে বিশ্বের অভিনেতা-অভিনেত্রীও মুখ খুলেছেন। এবার এই সংঘাত বন্ধের জন্য বিশ্বের কাছে সহযোগিতা চাইলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভেরিফাইড প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে করেন প্রিয়াঙ্কা চোপড়া। ভিডিওর ক্যাপশনে ইউক্রেনবাসীকে সহযোগিতার অনুরোধ জানান।
বলিউড এই অভিনেত্রী ইউনিসেফের একজন সদস্য হিসেবে বিশ্ববাসীর কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন। তিনি অনুরোধ করেছেন, ইউক্রেনে পরিস্থিতি খুব খারাপ, ভয়ঙ্কর। খুব অনিশ্চিয়তার জীবন নিয়ে সেখানকার মানুষ বসবাস করছেন। আধুনিক বিশ্বে এমন ঘটনা বিপর্যয়মূলক সমস্যার সৃষ্টি করছে। এর প্রভাব বিশ্বব্যাপী পড়বে।
প্রিয়াঙ্কা সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে একটি লিংক শেয়ার করেছেন। যেখান থেকে সবাই সহযোগিতা করতে পারবেন।