করোনার কঠিন সময়ে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। কিন্তু গত কয়েক মাস ধরে এ ধারা কমতে থাকে। তারপরও মন্দা কাটিয়ে ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি ডলার আসে বাংলাদেশে।
জানুয়ারি মাস থেকে প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করায় আবারও রেমিট্যান্স বাড়তে শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে দেখা যায়, গেল বছরের ডিসেম্বর মাসে ১৬৪ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর ২০২১ সালে রেমিট্যান্স পাঠায় ২ হাজার ২০৭ কোটি ডলার।
এর আগে ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি এবং ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি ডলার আসে। চলতি ২০২১-২২ অর্থ বছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ২৩ কোটি ডলার। যা গত অর্থবছরের একই সময় ছিল এক হাজার ২৯৪ কোটি ডলার।
তবে, চলতি বছরের জানুয়ারিতে প্রণোদনা বাড়ায় প্রবাসীরা রেমিট্যান্স বাড়াতে আগ্রহী হচ্ছেন। চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স আসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার।
এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়েছেন সিলেট পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ।
গত বছরের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মাহি উদ্দিন আহমেদ সেলিমের মতে, বছরে আরও রেমিট্যান্স যোদ্ধাকে পুরস্কৃত করা হলে প্রবাসীদের মাঝে পাঠানোর প্রবণতা বাড়বে।
২০১৯-২০ অর্থ বছরের শুরুতে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ প্রণোদনা দেওয়া শুরু হলে অবৈধ পথে বৈদেশিক মুদ্রা পাঠানোর প্রবণতা কমতে থাকে।