রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনকে সহায়তায় আরও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়াল ন্যাটো সম্মেলনে তিনি বলেন, আমাদের কেবল নিন্দার ঝড় বইয়ে দিয়েই থেমে যাওয়া উচিত হবে না। ন্যাটোর উচিত আরও কঠোর পদক্ষেপ নেওয়া।
তুর্কিশ নেতা বলেন, ইউক্রেনের সহায়তায় বাস্তবিক কোনো পদক্ষেপ না নিয়ে কেবল উপদেশ দিয়ে বেড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এমন ধরনের আচরণকে তিনি ‘না-বন্ধুত্ব, না-সংহতি’ বলে আখ্যায়িত করেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিও একই আক্ষেপ করেছেন। তিনি বলেন, আমরা নিজেরাই দেশকে রক্ষা করবো। আজ সকালে, গতকালের মতোই দেশকে আমরা নিজেরাই রক্ষা করেছি। আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমাদের দূর থেকে দেখছে।
এ সময়ে ইউক্রেনের মিত্রদের কঠোর সমালোচনা করেছেন তিনি।
জেলেনস্কি বলেন, গতকালও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু তাদের সেনাদের আমাদের মাটি থেকে প্রত্যাহারের জন্য তা যথেষ্ট না। কেবল সংহতি ও দৃঢ়তার মাধ্যমে তা অর্জন করা সম্ভব।
তিনি জানান, আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জনগণ অব্যাহত প্রতিরোধ গড়ে তুলেছে। তারা নিজেদের বীরত্ব প্রদর্শন করছেন। বিভিন্ন দিকে শত্রুদের থামিয়ে দেওয়া হয়েছে। লড়াই চলছে, আমরা ক্লান্ত হবো না।