ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর দেশটিতে আটকেপড়া বাংলাদেশিদের দেশটির পার্শ্ববর্তী বিভিন্ন দেশে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপর বাংলাদেশের কূটনৈতিক কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় অস্ট্রিয়া, পোল্যান্ড ও রোমানিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা কাজ করছেন। আটকেপড়া প্রবাসীরা এসব কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক মোবাইল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যোগাযোগ রাখতে পারবেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউক্রেনে আটকেপড়া যেসব বাংলাদেশিরা দেশটির সীমান্তবর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভাতে নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতায় প্রস্তুত রয়েছেন কূটনৈতিক কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে আটকেপড়া বাংলাদেশিদের সহায়তায় কাজ করা কর্মকর্তাদের টেলিফোন ও মোবাইল নম্বর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব নম্বরে আটকেপড়াদের যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে যারা যে দেশের কাছাকাছি অবস্থান করছেন, তাদেরকে সেই দেশের জন্য নিয়োজিত কর্মকর্তার নম্বরে কল করার নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যারা স্লোভাকিয়া এবং হাঙ্গেরির কাছাকাছি আটকে পড়েছেন, তাদেরকে অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনসহ দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
তাদের নম্বর হলো- রাহাত বিন জামান, ডেপুটি চিফ অব মিশন, মোবাইল: +৪৩ ৬৮৮ ৬০৩৪৪৪৯২ এবং জোবায়দুল এইচ চৌধুরী, এসিও, মোবাইল: +৪৩ ৬৮৮ ৬০৬০৩০৬৮।
আটকেপড়াদের মধ্যে যারা রোমানিয়া এবং মলদোভাতে যেতে চান, তাদেরকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে যোগাযোগের নম্বর হলো- বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস, নম্বর: +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯ এবং মীর মেহেদী হাসান, নম্বর: +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯ (টেলিফোন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ)।