রাশিয়ার আগ্রাসনের জবাবে এবার কালাশনিকভ হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডন্ট পেট্রো প্রোসেনকো।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) অস্ত্র হাতে ও চারপাশে প্রতিরক্ষা বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি কথা বলেন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে।
বললেন, প্রত্যেকেরই বোঝা উচিত যে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ যুদ্ধ কেবল ইউক্রেনের বিরুদ্ধেই না, পুরো বিশ্বের বিরুদ্ধে।
এ সময় রুশ প্রেসিডেন্টকে তিনি ‘বদ্ধ উন্মাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। প্রোসেনকো বলেন, তাকে কেবল পাগল হিসেবেই আখ্যায়িত করা যায়। তিনি কেবল বদমাশ হয়ে এখানে ইউক্রেনের নাগরিকদের হত্যা করতে এসেছেন।
তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার লড়াই থেকে তিন কিলোমিটার দূরে তার ব্যাটালিয়ন। ইউক্রেনের এখন পশ্চিমা সহায়তা দরকার। বিশেষ করে, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে। সুইফট থেকে রাশিয়াকে বের করে দিতে হবে।
প্রতিরক্ষা অস্ত্র সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রশংসা করেছেন ইউক্রেনের সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একা নই। সবাই আমাদের সঙ্গে আছে। পুতিন কখনোই ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে পারবে না।
তার মতে, ইউক্রেনের যত সেনাকেই তিনি হত্যা করুন না কেন, তার কাছে যত ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, তার কাছে যত পারমাণবিক অস্ত্রই থাকুক না কেন, বৃহৎ ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতের জন্য আমরা ইউক্রেনের নাগরিকেরা স্বাধীন থাকব।