এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এ জয়ে প্রধানমন্ত্রীর পর টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৮৮ রানে হারায় বাংলাদেশ। সবুজের প্রতিনিধিদের ৩০৬ রানের জবাবে ২১৮ রানে থেমেছে আফগানদের ইনিংস। ফলে ৩ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে টাইগার বাহিনী। তৃতীয় ম্যাচে সোমবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ তামিমদের সামনে। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ৪ উইকেটে।
টাইগারদের এমন জয়ে এক অভিনন্দন বার্তায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আফগানিস্তানকে পরাজিত করায় খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জয়ের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।
এদিকে ম্যাচ চলাকালীন বিসিবি সভাপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বার ফোন দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি।
প্রথম ম্যাচের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে বসে আজকের ম্যাচটিও দেখেছেন পাপন। খেলা শেষে মাঠ ছাড়ার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে প্রধানমন্ত্রীর ফোন দেওয়া এবং অভিনন্দন জানানোর কথা জানিয়েছেন পাপন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। তিনি টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। লিটনের সেঞ্চুরির পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।’
ম্যাচে আফগানিস্তানের ইনিংসের ৪৫তম ওভারে দারুণ একটি ক্যাচ ধরেন পরিবর্তিত ফিল্ডার মাহমুদুল হাসান জয়। এ ক্যাচ দেখে জয়কে পুরস্কৃত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এ কথা জানিয়ে পাপন বলেন, ‘পরে যখন ফোন করলেন- বলেছেন, শেষে কষ্ট করে ক্যাচ ধরল ওর নামটা কী? ওকে তো আমার পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে। মানে তিনি পুরাটা সময় খেলা দেখেছেন। দারুণ উপভোগ করেছেন।’