করোনার টিকা নিতে হঠাৎ করেই মরিয়া সাভারের মানুষ। গেলো কয়েকদিন ধরেই টিকাকেন্দ্রে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। কেনো সাভারে টিকার জন্য এতোটা মরিয়া হয়ে উঠলেন বাসিন্দারা?
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। করোনার টিকা নিতে হাজারো মানুষের ভীড়। উপচে পড়া এই ভীড়ে অসুস্থ্য হয়ে পড়েছেন ষাট বছরের একজন বৃদ্ধ। প্রাথমিক চিকিৎসাতেও সুস্থ না হওয়ায় তাকে নিতে হয় হাসপাতালে। এদের মধ্যে অনেকেই ভোর থেকেই চার থেকে পাঁচ ঘন্টা রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়েছেন অনেকে।
গেলো ২২ ফেব্রুয়ারি হঠাৎ করেই সাভারের এই স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তে থেকে টিকা নিতে চাওয়া মানুষের ভীড়। এদের অধিকাংশই পোষাক কারখানার কর্মী। তারা বলছেন, ২৬ মার্চের পর আর প্রথম ডোজের টিকা মিলবে না। এমনটা জেনেই তারা ভীড় করেছেন। গার্মেন্টসগুলো থেকে বলা হয়েছে টিকা না নিলে আর কাজে যোগ দিতে দেয়া হবে না।
টিকার জন্য মানুষের এই মরিয়া হয়ে ওঠার পেছনে আছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি তথ্যগত ভুল। প্রথমে বলা হয় ২৬ ফেব্রুয়ারী প্রথম ডোজের টিকা নেয়ার শেষ দিন। পরে অবশ্য সেই তথ্য সংশোধন করে বলা হয়; ২৬ তারিখের পরও মিলবে টিকা। মাইকিং করেও জানানো হয় সেই তথ্য।
তবে তথ্য জানিয়েও কমানো যাচ্ছেনা মানুষের ভীড়। পরিস্থিতি সামলাতে পুলিশকে হাতে তুলে নিতে হয় লাঠি। কোরনার টিকা নিয়ে এমন ঘটনা দেশে এই প্রথম।