ইউক্রেনে আগ্রাসনের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) ক্রেমলিন ডটআরইউ হ্যাক করে ডাউন করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, এছাড়াও রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে।
এদিকে ইউক্রেনে আজ সকাল পর্যন্ত ২৫০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিএনএনকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন।
তিনি বলেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই স্বল্প-পাল্লার। হামলা অব্যাহত রয়েছে। তারা ইউক্রেনের বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
এসব স্থাপনায় ইচ্ছাকৃত হামলা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। বললেন, এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই যে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের কোনো শহর দখল করেছে বলে আভাস পাওয়া যায়নি। তিনি বলেন, ইউক্রেনে বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু ইন্টারনেট সেবা স্বাভাবিক আছে।