সারাদেশে শুরু হয়েছে একদিনে এক কোটি ডোজ টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া টিকাদানের এ কর্মসূচিতে ভোর থেকেই দলে দলে মানুষ ভিড় করেন টিকাকেন্দ্রে। এরই মধ্যে গণটিকায় মানুষের বিপুল উৎসাহ ও টিকাদানে আগ্রহের বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের। পরে সকালেই ঘোষণা এলো আর বেশি সময় ধরে বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার।
স্বাস্থ্যসেবা সচিব স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে তার চেয়ে বেশি টিকা আজ দেওয়া হতে পারে। টিকাদান কার্যক্রম দুপুর দুইটার পরিবর্তে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
টিকাদানে আজ প্রায় ২৮ হাজার বুথ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, একদিনে এক কোটি ডোজের যে টার্গেট অতিক্রম করে যেতে পারে। তাই পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই বিশেষ ক্যাম্পেইনে শুরু হয়েছে গণটিকাদানের এই কার্যক্রম। এদিন জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকার প্রথম ডোজ নেওয়া যাবে। এজন্য প্রস্তুত করা হচ্ছে সারাদেশের টিকাদান কেন্দ্র।
বিশেষ এ ক্যাম্পেইনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে ভোর থেকেই মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।
গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ পরিচালনা করা হবে বলে জানান।