রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে দুই হাজার ৬৯২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু করে পরবর্তী তিন দিনে এসব মানুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৩৭০ জন গ্রেফতার হন মস্কো থেকে। রাশিয়ার অন্তত ২৭টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে।
রুশ তদন্ত কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অবৈধ। যারা এতে অংশ নেবেন, ভবিষ্যতের জন্য তাদের শনাক্ত করে রাখা হবে।
ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে রাশিয়ায়ও সরকারবিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চলছে। এর আগে অধিকাংশ বিক্ষোভকারী নেতাদের হত্যা, কারাদণ্ড ও নির্বাসনে পাঠানো হয়েছে।
পুতিনের বিরুদ্ধে এ যাবতকালের সবচেয়ে বড় বিক্ষোভের আয়োজন করেছিলেন কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। মস্কোর বাইরের একটি কারাগারে বর্তমানে তিনি আড়াই বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাকে হত্যার উদ্দেশ্যে বিষপ্রয়োগও করা হয়েছিল।
বৃহস্পতিবার সকালের দিকে ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর থেকে লোকজনকে রাস্তায় নেমে আসতে আহ্বান জানিয়েছেন রুশ অ্যাকটিভিস্টরা। প্রখ্যাত মানবাধিকারকর্মী লেভ পনোমেয়ভের আহ্বানে দেড় লাখের বেশি মানুষ যুদ্ধবিরোধী গণস্বাক্ষর করেছেন।
এদিকে ইউক্রেনের দেড় লাখের বেশি নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন এমন দাবি করেছে। তারা বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু সামরিক পরিস্থিতির কারণে তাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়েছে।