রাশিয়ার আগ্রাসন রুখে দিতে তুমুল লড়ে চলেছে ইউক্রেন বাহিনী। এ যুদ্ধে ইউক্রেনের পক্ষে পশ্চিমা কোনো দেশ মাঠে না নামায়, একাই রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। হামলার তৃতীয় দিনে সাড়ে তিন হাজার রুশ সৈন্য হত্যার দাবি করেছে ইউক্রেন। আর সৈন্যদের মরদেহ সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসকে আহ্বান জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসনের তৃতীয় দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, হামলা শুরুর পর থেকে ৩ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে। তাদের মরদেহ সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসকে আহ্বান জানানো হয়েছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই আহ্বান জানান ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক। তিনি বলেন, দখলদারদের হাজার হাজার মরদেহ ইউক্রেনে পড়ে আছে। মানবিক কারণে তাদের মরদেহ সরিয়ে নিতে হবে। তাই মরদেহগুলো রুশ ফেডারেশনে পৌঁছে দিতে রেড ক্রসের সহায়তা দরকার।
ইউক্রেন সেনাবাহিনী ফেসবুক পোস্টে জানায়, এ পর্যন্ত হামলায় জড়িত সাড়ে তিন হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে। বন্দি করা হয়েছে আরও ২০০ সেনা সদস্যকে। একই সঙ্গে রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেন।
তবে দেশটির এই দাবির সত্যতা তাৎক্ষণিক যাচাই করতে পারেনি বিবিসি। অপরদিকে রাশিয়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানায়নি।
এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কিয়েভের কাছাকাছি রাশিয়ার সেনা বহনকারী একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে বহুসংখ্যক রুশ ছত্রীসেনা নিহত হয়েছেন।
অপর এক ফেসবুক পোস্টে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার সেনা বহনকারী আইএল-৭৬ এমডি বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সু-২৭ যুদ্ধবিমান। বিমান থেকে কিয়েভ অঞ্চলে ছত্রীসেনারা নামার চেষ্টা করেছিল। বিমানটিতে সর্বোচ্চ ১৬৭ সেনা বহন করার সক্ষমতা রয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভ্যালারি জালুজনি বলেন, এটি ২০১৪ সালের লুহানস্কের প্রতিশোধ। আট বছর আগে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত করা হলে তার ৯ ক্রু ও ৪০ ছত্রীসেনা নিহত হয়েছিলেন।
তবে, ইউক্রেনের অভিযানে রাশিয়ার কোনো হতাহতের মুখোমুখি হতে হয়নি বলে দাবি করেন দেশটির সামরিক মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনশেনেকভ।
এদিকে, রাজধানী কিয়েভের ১৮ দশমিক ছয় মাইল দূরে রাশিয়ার একদল সেনা পৌঁছে গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে।