কিয়েভে একটি সামরিক ঘাঁটি এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে রাশিয়ান সেনারা। সিএনএন জানায়, কিছু অংশে বিস্ফোরণ দেখা গেছে এবং শোনা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের করা ভিডিওতে দেখা যায়, কিয়েভের উত্তর-পশ্চিমে বিস্ফোরণ ঘটেছে। সেখানে একটি সামরিক ঘাঁটি রয়েছে।
ট্যাংক নিয়ে আসা রাশিয়ানদের রুখতে নাগরিকদের হাতেই অস্ত্র দিয়েছে সরকার। পুরুষদের পালিয়ে না গিয়ে যুদ্ধ করতে বলা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় কিয়েভের রাস্তায় অস্ত্র হাতে সাধারণ নাগরিকরা ঘোরাফেরা করছেন এবং প্রস্তুতি নিচ্ছে এক যুদ্ধের যা তাদের এবং জাতির ভাগ্য নির্ধারণ করবে।
রাত ২টা থেকে ৪টার মধ্যে শহরের পশ্চিম এবং দক্ষিণে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন সিএনএনের প্রতিবেদকরা। তারা জানান, বেশ কয়েকটি ফ্ল্যাশের সঙ্গে আকাশ আলোকিত হয়েছিল।
এর কিছুক্ষণ পর প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে শহরের উত্তর-পশ্চিম দিকে বিস্ফোরণ দেখা গেছে। ভাসিলকিভ শহরের মেয়র নাতালিয়া বালাসিনোভিচ জানিয়েছেন, কিয়েভের দক্ষিণে রাস্তায় প্রচণ্ড লড়াই হচ্ছে। যদিও এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি সিএনএন।
রাশিয়ার অভিযানের পর মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে ইউক্রেনে। সীমান্তে ভিড় করছেন দেশটির সাধারণ মানুষ। যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ কিংবা সন্তানকে নিয়ে মায়ের নিরাপদ আশ্রয়ের খোঁজ, এখন ইউক্রেনের সাধারণ দৃশ্য।
বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চারদিক থেকে ইউক্রেনকে ঘিরে হামলা চালায় রুশ সেনারা। রাশিয়ার প্রেসিডেন্ট বার বারই হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন সেনা অস্ত্র সংবরণ না করলে সামরিক অভিযান জারি থাকবে।