ঘাসের ওপর হাঁটুগেড়ে বসে পেট্রোল বোমা বানাচ্ছে ইউক্রেনের নারীরা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) কিয়েভের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে এমন দৃশ্যই দেখা গেছে।
বিবিসির খবরে বলা হয়, নিজের দেশকে রক্ষায় তারা বোমা বানাচ্ছেন। রুশ সামরিক বাহিনীর অগ্রযাত্রা রুখে দিতে নিজেরা অস্ত্র বানাচ্ছেন।
এসব নারীদের মধ্যে শিক্ষক, আইনজীবী ও গৃহিনীও রয়েছেন। তারা বোতল, মাদুর ও জ্বালানির পাশে বসেছেন। এক নারী বলেন, এটি খুবই ভয়ঙ্কর কাজ। তবে খুব কঠিন কিছু মনে হয়নি।
নারীরা বলছেন, তারা সবকিছুর জন্য প্রস্তুত। শহরটিতে এখনো হামলা হয়নি। কিন্তু যুদ্ধের খেসরাতের প্রভাব তাদের ওপর পড়ছে।
স্থানীয় সামরিক হাসপাতালে ৪০০ শয্যা আছে। পূর্ব ইউক্রেনের আহত যোদ্ধারা চিকিৎসা নিতে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ফটকে লোক সমাগম দেখা গেছে। তারা ওষুধ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ নিয়ে রোগীদের কাছে যাচ্ছেন।
ইউক্রেনে আজ সকাল পর্যন্ত ২৫০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিএনএনকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন।
তিনি বলেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই স্বল্প-পাল্লার। হামলা অব্যাহত রয়েছে। তারা ইউক্রেনের বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
এসব স্থাপনায় ইচ্ছাকৃত হামলা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। বললেন, এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই যে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের কোনো শহর দখল করেছে বলে আভাস পাওয়া যায়নি। তিনি বলেন, ইউক্রেনে বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু ইন্টারনেট সেবা স্বাভাবিক আছে।