গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে থাকায় আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. মোরাদ হোসেন এ ঘোষণা দেন।
এর আগে বশেমুরবিপ্রবি ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনায় বিকেল ৪টায় গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ডের জন্য র্যাবের হাতে আটক ৬ ধর্ষককে হাজির করা হয়।
এদিকে, ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শাস্তি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে মৌন প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। মিছিলে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে জ্বলন্ত মোমবাতি ছিল। এসময় তারা বিভিন্ন স্লোগানে ধর্ষণের প্রতিবাদ জানান এবং ধর্ষকদের ফাঁসির দাবি জানান। এছাড়া, আন্দোলনরত শিক্ষার্থী, উপাচার্যসহ অন্যান্য শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিচার চান তারা।
উল্লেখ্য, বশেমুরবিপ্রবির ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি অটো থেকে তাদের তুলে নেওয়া হয়। পরে ৭-৮ জন মিলে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা সহপাঠীকে মারধর করে এবং ওই ছাত্রীকে গণধর্ষণ করে।
পরে, ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধকালে স্থানীয়রা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।