আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয় এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। প্রথম ম্যাচে বিপর্যয় কাটিয়ে অবিস্মরণীয় জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচে পেয়েছে সহজ জয়। লিটনের সেঞ্চুরির পর বোলারদের নৈপুন্যে বাংলাদেশ জয় পেয়েছে ৮৮ রানে। এই জয়ে বাংলাদেশ এখন ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। শেষ ম্যাচে জয় পেলে পূর্ণ ১০ পয়েন্ট ঘরে তুলে বাংলাদেশ এগিয়ে যাবে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়ার পথে আরো একধাপ।
ঘরের মাঠে ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ করছে দুর্দান্ত পারফরম্যান্স। এ পর্যন্ত ৮ টি ম্যাচ খেলে ৭ টিতেই জয় পেয়েছে তামিম ইকবালের দল। ওয়ানডে সুপার লিগের প্রথম সিরিজে বাংলাদেশ গতবছর জানুয়ারিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিলো ওয়েস্ট ইন্ডিজকে। সুপার লিগের তৃতীয় সিরিজে এখন বাংলাদেশ মুখোমুখি আফগানদের। সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়ে বাংলাদেশ অপেক্ষায় প্রতিপক্ষকে আরেকবার হোয়াইটওয়াশের স্বাদ দিতে। যদি বাংলাদেশ সফল হয় তবে লাভের পরিমাণটা কম হবে না। আফগানদের হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারলে বাংলাদেশের পয়েন্ট তালিকায় যোগ হবে আরো দশ পয়েন্ট।
তবে কাজটা সহজ হবে না মোটেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে বাংলাদেশ মুখোমুখি হয়েছিলো শ্রীলংকার। সেই সিরিজেও প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছিলো বাংলাদেশ। শেষ ম্যাচে জয় পেলেই ১০ পয়েন্ট নিশ্চিত বাংলাদেশের। কিন্তু হারে সেই সুযোগ মিস করেছিলো তামিম-মুশফিকরা।
তবে এবার বাংলাদেশ সতর্ক। আফগানদের তৃতীয় ওয়ানডেতে হারিয়ে ১০ পয়েন্ট তুলে নিতে বদ্ধপরিকর মিরাজ, আফিফ, লিটন দাশের নতুন বাংলাদেশের।
রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের শেষে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সেটিই বললেন। সিরিজ জয়ের চেয়ে বড় কথা ১০ পয়েন্ট তুলে নেওয়া। তাই আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। মিরাজ বলেন, ‘সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু সুপার লিগের সেরা আটটা দলই কোয়ালিফাই করবে। সিরিজ জিতেছি, খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নেওয়া।’
আফগান সিরিজের পরে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ। ঘরের মাঠে মিরাজদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ঘরের মাঠে চেনা কন্ডিশনে খেলা হলেও এই সিরিজ যে মোটেই সহজ হবে না তা জানেন মিরাজ-তামিমসহ সকলেই। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের পরের দুই সিরিজ বাংলাদেশ দল খেলবে অ্যাওয়েতে। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে সবুজ ঘাসে মোড়ানো উইকেট। পেসবান্ধব উইকেটে স্বাগতিকদের মোকাবেলা করার আগে তাই বাংলাদেশের লক্ষ্য যতটা পারা যায় পয়েন্ট তুলে এগিয়ে থাকা।
আফগানদের বিপক্ষে নিজের ব্যাটিংসত্তা খুঁজে পাওয়া মিরাজও ভাবছেন সেভাবেই। জানাচ্ছেন দলের ভাবনাও এমনটাই, ‘সামনে হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি, এই ১০ পয়েন্ট যদি নিতে পারি, তখন আমাদের জন্য বাকি পথ সহজ হয়ে যাবে। আমরা এ ব্যাপারে কোনো নেতিবাচক চিন্তা করছি না। ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করব শতভাগ দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’
হোম-অ্যাওয়ে মিলিয়ে ওয়ানডে সুপার লিগে এ পর্যন্ত মোট ১৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে ১০ টি জিতে ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সুপার লিগের শীর্ষ আট দল সরাসরি জায়গা পাবে আগামী বছরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে।