ইউক্রেন-রাশিয়া উত্তেজনার সময়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে যেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল জার্মানি, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর সেই নিষেধাজ্ঞা তুলে নিলো দেশটি।
জার্মানিতে তৈরি প্রাণঘাতী অস্ত্র তৃতীয় কোন দেশের ইউক্রেনে সরবরাহের ওপরও নিষেধাজ্ঞা ছিল জার্মানির। জার্মানি তা তুলে নেয়ার পরই নেদারল্যান্ডস জার্মানিতে তৈরি রকেট চালিত গ্রেনেড উৎক্ষেপক ইউক্রেনে পাঠাতে চলেছে বলে জানা গেছে।
এর আগে রুশ-ইউক্রেন উত্তেজনা নিয়ে সম্ভাব্য সংকট এড়াতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছিল ওলাফ শলৎজ প্রশাসন। এমনকি জানুয়ারিতে ইউক্রেনীয়দের প্রশিক্ষণ দিতে ব্রিটেনের উচ্চপ্রযুক্তির অস্ত্রসহ সেনাদল পাঠানোতেও বাধা দিয়েছিল তারা।
জার্মানির অস্ত্র নীতিতে এটা বড়ধরনের একটা পরিবর্তন এবং এর ফলে ইউক্রেনে ইউরোপের দেশগুলোর সামরিক সহায়তা বাড়বে বলে মনে করা হচ্ছে।
ইউরোপের দেশেগুলোর কাছে যেসব সমরাস্ত্রে আছে, তার বেশিরভাগই জার্মানিতে তৈরি। এসব অস্ত্র কোথায় ব্যবহার হবে ও কোথায় রপ্তানি হবে, সে বিষয়ে জার্মানি মত দিতে পারবে শর্তেই অস্ত্র সরবরাহ করে থাকে দেশটি।