ইউক্রেনে চতুর্থ দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব বড় যুদ্ধের দিকে এগোচ্ছে। রাশিয়ার সামরিক অভিযান ও ইউক্রেনের পাল্টা রুখে দেওয়ার ঘটনা নিয়ে এখন উত্তাল পুরো বিশ্ব।
ইউক্রেনের প্রতিরোধ ও রাশিয়ার অভিযানের ছবি ও ভিডিওতে ছেয়ে গেছে অনলাইন দুনিয়া। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি প্রকাশিত এমনই কিছু ছবিতে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ-
১. ইউক্রেনীয় স্টেট ইমার্জেন্সি সার্ভিসের একটি হ্যান্ডআউট ছবিতে, উদ্ধারকারীরা কিয়েভ অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আন্তোনভ বিমানের ক্র্যাশ সাইটে কাজ করছে।
২. ক্রিমিয়ান উপদ্বীপকে ইউক্রেনের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে পেরেকোপ চেকপয়েন্ট। সেখানকার একটি নিরাপত্তা বুথের ধ্বংসাবশেষ।
৩. ইউক্রেনীয় সেনারা লুগানস্ক অঞ্চলে আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত।
৪. আলোকচিত্রী ভিক্টোরিয়া ভোটার তোলা একটি ছবিতে, বেসামরিক নাগরিকরা ইউক্রেনের খারকিভের একটি মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছেন। ভিক্টোরিয়া বলেন, “আমরা শক্ত থাকার চেষ্টা করছি।”
৫. উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ অঞ্চলের কাছে চুহুইভের একটি সামরিক বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উঠছে।
৬. ইউক্রেনীয় সামরিক ট্যাঙ্কগুলি মারিউপোলের দিকে যাচ্ছে।
৭. রাজধানী কিয়েভ ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন হাজার হাজার মানুষ। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।
৮. কিয়েভের আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে রাশিয়ার বিমান হামলা।