ঝালকাঠির রাজাপুরে উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি শাখার এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জঙ্গি সদস্যের নাম মো. রফিকুল ইসলাম রাসেল (২০)। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।
র্যাব জানায় যায়, রফিকুল ইসলাম রাসেল রাজাপুর উপজেলা সদরের বেলায়েত ক্বারির প্রতিষ্ঠিত দারুল উলুম কওমি মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র। তিনি রাজাপুর সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নুরুন নাহার নিরুর বাড়িতে আবাসিক গৃহ শিক্ষক ছিলেন এবং পশ্চিম ফুলহার মোল্লাবাড়ি মসজিদে ইমামতি করতেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রফিকুলকে রাজাপুর থানায় সোপর্দ করে বরিশাল র্যাব-৮ এর ডিএডি মো. এনামুল হক একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে জন সাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে হত্যাসহ সরকারি সম্পত্তি ধ্বংস করার ষড়যন্ত্রে প্রস্তুতি ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়েছে।