চলমান ইউক্রেন-রাশিয়া সংকটের মধ্যেই আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বেইজিং শীতকালীন অলিম্পিকের সময় প্রায় এক মাস শান্ত থাকার পর নতুন করে অস্ত্র পরীক্ষা চালালো দেশটি।
দক্ষিণ কোরিয়া সরকারের বরাতে রোববার (২৭ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
২০১৭ সালে দেশটির নেতা কিম জং উন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাই-প্রোফাইল আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। চলতি বছরে এ নিয়ে আটটি পরীক্ষা চালালো কিম প্রশাসন।
একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, পিয়ংইয়ং তার সামরিক উন্নয়ন দ্বিগুণ করেছে। গত মাসে দূরপাল্লার এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে কোরিয়া।
এর আগে বিশ্লেষকরা ব্যাপকভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ইউক্রেন-রাশিয়া সংকট উত্তর কোরিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুযোগ করে দেবে। পিয়ংইয়ং রাশিয়ার পক্ষে অবস্থান নিবে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী রোববার জানায়, পিয়ংইয়ং থেকে স্থানীয় সময় ৭টা ৫২ মিনিটে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার এবং প্রায় ৬২০ কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। জাপানও উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, যখন বিশ্ব ইউক্রেন যুদ্ধের সমাধান করার চেষ্টা করছে ঠিক সেই সময়ে উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ বিপজনক।