গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ ঘটনায় র্যাবের হাতে আটক ৬ ধর্ষককে আদালতে হাজির করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির-এর আদালতে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড-এর জন্য হাজির করা হয়।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। এরই জেরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে এবং আটককৃতরা ধর্ষণের সঙ্গে জড়িত বলে প্রেস ব্রিফিং করে শনিবার (২৬ ফেব্রুয়ারি) র্যাবের সদর দপ্তর থেকে জানানো হয়।
আটককৃতরা হলো- রাবিক মিয়া ওরফে ইমন (২২), পিয়স ফকির (২৬), প্রবিত বিশ্বস (২৪), নাহিদ রায়হায় (২৪), মো. হেলাল (২৪), তুর্য মহন্ত (২৬)। আটককৃতদের বাড়ি গোপালগঞ্জ শহরের নবিনবাগ ও মার্কাস মহল্লায়।
শনিবার রাতে র্যাব আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।