খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী খারকিভ শহরটির নিয়ন্ত্রণ আবার পুনর্দখল করেছে। তিনি টেলিগ্রামের এক পোস্টে এমনটাই জানিয়েছেন।
তিনি আরও দাবি করেন, ‘খারকিভের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমাদের হাতে। সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী মিলে সবাই কাজ করছে এবং শহরটিকে শত্রুদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করেছে।
এর আগে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছিল রুশ সৈন্যরা। লড়াইয়ের খবরের সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন তবে, খারকিভের বেসামরিক লোকেরাও বিবিসিকে বলেছে যে এখন শহরটি ইউক্রেনীয় নিয়ন্ত্রণে ফেরত এসেছে।