রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একের পর এক পশ্চিমা টেকগুলো ইউক্রেনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই অংশ হিসেবে ইউক্রেনে লাইভ ট্রাফিক আপডেট বন্ধ রেখেছে গুগল ম্যাপ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) গুগল অফিসিয়ালি জানায়, গুগল ম্যাপের লাইভ ট্রাফিক আপডেট আপতত ইউক্রেনে বন্ধ রয়েছে। লাইভ ট্রাফিক আপডেটের মাধ্যমে কোনো স্থানে মানুষ ও যানবাহনের গতিবিধি সম্পর্কে সহজেই ধারণা লাভ করা যায়। মূলত রুশ সেনারা যাতে সহজে ইউক্রেনীয়দের গতবিধি পর্যবেক্ষণ করতে না পারে তার জন্য গুগল এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গুগল জানিয়েছে, ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে রেস্টুরেন্ট কিংবা রাস্তাঘাটে মানুষের চলাচল সম্পর্কে আগে থেকেই রুশ সেনারা সহজে ওয়াকিবহাল হতে পারবে না। মূলত ইউক্রেনের জনগণের নিরাপত্তার কথা ভেবে গুগল এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
এর আগে অন্যান্য টেক সার্ভিস যেমন ফেসবুক ও ইউটিউবে তাদের সার্ভারে রাশিয়ান মিডিয়ার সকল ধরণের সম্প্রচার বন্ধ করে দেয়। এছাড়াও মস্কোর অধিবাসীরা জানায়, রাশিয়াতে ফেসবুক ও ইউটিউব বেশ ধীর গতিতে চলছে।
যদিও গুগল ম্যাপ জানিয়েছে, গাড়ি চালানোর সময়ে লাইভ ট্রাফিক আপডেট ব্যবহার করতে পারবেন চালকরা। এতে করে সময়ের সঙ্গে সঙ্গে দিকনির্দেশনার সুবিধাটি গ্রহণ করতে পারবেন তারা।