ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবার লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন আসামিদের কারামুক্তি দেবার ঘোষণা দিয়েছেন।
ভলোদিমির জেলেনস্কি সোমবার (২৮ ফেব্রুয়ারি) বলেছেন, লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে।
রাশিয়ার সাথে লড়াইয়ে ইউক্রেনকে রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নৈতিকতার বিবেচনায় এমন সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু প্রতিরক্ষার জন্য এটি কাজে লাগবে।
এর আগে এক ভিডিও বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সৈন্যদের অস্ত্র ত্যাগের আহ্বান জানান।
রুশ সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, অস্ত্র ত্যাগ করে এদেশ থেকে চলে যাও। তোমাদের কম্যান্ডারদের বিশ্বাস করোনা। প্রোপাগান্ডা বিশ্বাস করোনা। নিজের জীবন বাঁচাও।
ইউক্রেনকে দ্রুত সদস্য করে নেয়ার জন্যও প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে বেসামরিক নাগরিকদের অস্ত্র সরবরাহ করার আর বিশ্বের যেকোন দেশের বিদেশীদের ইউক্রেনের পক্ষে লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান ঘোষণা করেছিলেন জেলেনস্কি।