ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে রাশিয়ার সাথে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপের তিন দেশের ফুটবল দল। ফলে এ ম্যাচগুলো বাতিল ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপের দেশ সুইডেন, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র ২০২২ ফুটবল বিশ্বকাপের প্লেঅফে রাশিয়ার সাথে খেলতে অস্বীকৃতি জানালে এ নিষেধাজ্ঞা আসে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুইডেন এবং পোল্যান্ডের সিদ্ধান্তের পর রোববার চেক প্রজাতন্ত্রও সে পথে হাঁটে।
ফিফা জানিয়েছে, রাশিয়ায় কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা হবে না এবং এসব ম্যাচে রাশিয়ার পতাকা ও জাতীয় সঙ্গীত নিষিদ্ধ থাকবে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতেই সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
তিনটি দেশের সিদ্ধান্ত উয়েফা বিশ্বকাপের বাছাইপর্বকে ব্যাহত করতে পারে এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আগামী মাসের মধ্যে সমাধান খুঁজে বের করার দায়িত্ব ছেড়ে দিতে পারে।
রাশিয়ার জাতীয় দল এখন থেকে শুধুমাত্র রাশিয়ার ফুটবল ইউনিয়ন (আরএফইউ) হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং রাশিয়ার ম্যাচগুলো ‘নিরপেক্ষ অঞ্চলে’ অনুষ্ঠিত হবে।
এদিকে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, তিনি আশা করছেন অচিরেই ইউক্রেন-রাশিয়া সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এ ব্যপারে তারা যেকোন মুহূর্তেই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
সুইডিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অন্য আরো ২৭টি ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রের সাথে তারা এ বিষয়ে কথা বলার চেষ্টা করছে। ইউক্রেনে যতদিন পর্যন্ত এই ধরনের আগ্রাসন চলবে ততদিন রাশিয়ার সাথে সব ধরনের ক্রীড়া সম্পর্ক বর্জনের হুমকির কথা তারা সবাই মিলে চিন্তা করছে।