চলমান রুশ আগ্রাসন এবং সামরিক অভিযানের মুখে ইউক্রেইন থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন কমপক্ষে পাঁচ লাখ মানুষ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
টুইটে ইউএনএইচসিআর জানায়, পালিয়ে যাওয়া মানুষদেরকে প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করতে স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোকে এই দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সোমবার পঞ্চমদিনের মতো ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। এ দিনও অসংখ্য ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছেন। তারা প্রতিবেশী দেশগুলোর বর্ডারে ছুটছেন আশ্রয়ের জন্য।
অন্যদিকে চলমান সংঘাত নিয়ে অবশেষে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। বেলারুশ সীমান্তের গোমেল শহরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।