নতুন সিইসি’র প্রশংসা করা ডা. জাফরউল্লাহ চৌধুরী বিএনপির কেউ নন বলেও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ শহরে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই। তিনি ইসির প্রশংসা করলেও বিএনপিকে কোনও মতামত দেওয়ার ক্ষমতা রাখেন না। এটা তার নিজস্ব মন্তব্য।
তিনি বলেন, নির্বাচন কমিশনারের টালবাহানা দেখিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না। বিএনপিকে আর মূলা ঝুলানো যাবে না।
উল্লেখ্য, সার্চ কমিটির কাছে নতুন নির্বাচন কমিশন গঠনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তার পছন্দের আটজনের নাম প্রস্তাব করেছিলেন।
সেই তালিকায় ৮ নম্বরে থাকা সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি।
পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাফরুল্লাহ বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। তিনি একজন সৎ লোক। তিনি খারাপ করবেন না।
দেশের সব বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি সব বিরোধীদলকে বলব- উনাকে মেনে নিন।