নিজস্ব প্রতিবেদক ॥ জমিজমা সংক্রান্ত বিরধের জের ধরে বাড়ির মধ্যে আটকে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে স্থাণীয় চিহ্নিত আক্কাস আলীর সন্ত্রাসীরা। গতকাল বরিশাল এয়ারপোর্ট থানা এলাকাধিন শিবপাশা গ্রামে সকাল ৮টায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতর পক্ষ থেকে এয়াপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতসূত্রে জানাগেছে, বরিশাল এয়ারপোর্ট থানা এলাকাধিন শিবপাশা গ্রামের বসিন্দা বিমল দাসের জমী জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল একই গ্রামের বাসিন্দা সন্ত্রাসী আক্কাস আলী ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকাতায় হত্যার পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল সকাল ৮টার দিকে আক্কাস ও তার স্ত্রী পেয়ারা বেগম, ছেলে সোহেল সহ আরো প্রায় ৮/১০জন ভাড়া করা সন্ত্রাসী ও দেশীয় অস্ত্র নিয়ে বিমল দাসের বাড়ি যায় এবং তাদের বারির মধ্যে অবরুদ্ধ করে। এসময়ে বিমলকে জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দেয় আক্কাস। তবে জমি ছাড়তে অপারগতা প্রকাশ করে বিমল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আক্কাস ও তার সন্ত্রাসীরা মিলে এলাপাথারী কুপিয়ে জখম করে বিমলকে। বিমলকে বাচাতে তার স্ত্রী আলো রানী দাস ও ছেলে রবিন দাস ছুটে এলে তাদেরও এলোপাথারী কুপিয়ে জখম করে আক্কাস বাহীনি। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আক্কাস তার সন্ত্রসী বাহিনী নিয়ে সরে পরে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতর পক্ষ থেকে বরিশাল এয়ার পোর্ট থনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।