ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কিয়ারা আদভানি। চলচ্চিত্রাঙ্গনে নিজেকে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে তার ‘যুগ যুগ জিও’, ‘ভুল ভুলাইয়া টু’, ‘গোবিন্দ নাম মেরা’সহ বেশ কয়েকটি সিনেমা।
সিনেমাগুলোতে সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ার ও ভিকি কৌশলের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। এ ছাড়া তার হাতে রয়েছে ‘আরসি ১৫’ শিরোনামের একটি সিনেমা। এতে দক্ষিণী সুপারস্টার রামচরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কিয়ারা।
গত বছরে মুক্তি পাওয়া তার শেরশাহ সিনেমাটির সাফল্য, তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে ধারণা এই অভিনেত্রীর। সিনেমার সাফল্যে তার ভক্তদের প্রত্যাশাও বেড়ে যায়। নিজের ক্যারিয়ারের এমন ব্যস্ততা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সেই সঙ্গে কাজ করতে গিয়ে ভক্তকুলের প্রত্যাশার বিষয়টি তাকে মাথায় রাখতে হচ্ছে।
এ ছাড়া চলতি বছরে তার করা প্রতিটি সিনেমায় ভিন্ন কিয়ারার দেখা পাবেন দর্শকরা, এমন বিষয়ও নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। এদিকে এমন ব্যস্ততার মাঝেও নিজের অভিনয়ে অপ্রাপ্তির কথা প্রকাশ করলেন তিনি। অভিনেতা শহীদ কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিয়ারা বলেন, ‘এসকে তোমার সঙ্গে আবারও অভিনয় করার প্রত্যাশা এখনো পূরণ হলো না। আমাদের অপেক্ষার পালা কি শেষ হবে না! চলো একটি ভালো স্ক্রিপ্ট খুঁজে বের করি। যেখানে আবারও কবির সিং-প্রীতের দেখা মিলবে। আমি অপূর্ণতা নিয়ে থাকতে চাই না।’