অভিনয়ে দেখিয়েছে মুন্সিয়ানা। সেই সঙ্গে গরিবের ডাক্তার নামেও বেশ পরিচিত। বলছি ডাক্তার এজাজের কথা। এবার তিনি শিল্পীদের ফ্রি চিকিৎসা দিচ্ছেন।
সদ্য নির্বাচিত অভিনয় শিল্পী সংঘের উদ্যোগে প্রতিমাসের প্রথমদিন শিল্পীদের বিনামূল্যে চেকআপ ও চিকিৎসা দিচ্ছেন ডা. এজাজ। মঙ্গলবার (০১ মার্চ) সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত নিকেতনে শিল্পী সংঘের অফিসে অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তিকরসহ একাধিক শিল্পীর চেকআপ করিয়েছেন ডা. এজাজ।
বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। শিল্পীদের পাশাপাশি ক্যামেরাম্যান, লাইটম্যান ও প্রোডাকশনের কর্মীরাও বিনামূল্যে এই চিকিৎসা সেবা পাবেন। এ ছাড়াও আরও বলেন প্রতি মাসের ১ তারিখে এই কার্যক্রম চালু থাকবে।
বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা ও পরামর্শ পেতে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে নাম ও আইডি নাম্বার দিয়ে মেসেজের মাধ্যমে অথবা সরাসরি অফিসে যেয়ে রেজিস্ট্রেশন করতে পারবে অভিনয় শিল্পীরা। অথবা আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর’র সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: বইমেলায় অভিনেত্রীকে সাজার ভিডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ
আগে থেকেই সাধারণ মানুষের জন্য ভিজিট ফি কম নেন ডা. এজাজ। তাই তাকে সবাই ‘গরিবের ডাক্তার’ বলে ডাকেন। তবে দর্শকের কাছে তার বড় পরিচয় দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বর্তমানে ডা. এজাজ ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর করেন। অভিনয় জগতে তার পদার্পণ নন্দিত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। ‘তারকাটা’ চলচ্চিত্রের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।