ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে না ব্রিটিশি সেনারা। পূর্ব ইউরোপে সাম্প্রতিক সামরিক শক্তি বৃদ্ধিকে প্রতিরক্ষা পদক্ষেপ হিসেবে তিনি আখ্যায়িত করেন।
মঙ্গলবার (১ মার্চ) তিনি বলেন, আমি একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করবো না।
এ সময়ে ইউক্রেনের জনগণকে সমর্থন দেওয়ার দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের যৌথ মূল্যবোধ ও জনগণকে রক্ষায় নিজেদের সহনশীলতা অবশ্যই বজায় রাখতে হবে।
এদিকে ন্যাটো মহাসচিব ইয়ান স্টলটেনবার্গ ও ইস্তোনিয়ার প্রধানমন্ত্রী খাজা খাল্লাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সম্প্রতি যে সামরিক শক্তি বাড়ানো হয়েছে, তা ন্যাটো সীমান্তে হয়েছে। সামরিক সক্ষমতা বৃদ্ধির অধিকার আমাদের আছে।
দীর্ঘ-সংকটের জন্য পশ্চিমারা প্রস্তুত বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তারা ক্রমাগত যুদ্ধে উসকানি দিয়ে যাচ্ছেন। তিনি যখন এমন দাবি করেন, তখন রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে নিজেদের অবস্থান নিচ্ছেন ইউক্রেনের সেনারা।
ইউক্রেনজুড়ে যুদ্ধ চলছে। এতে মস্কো তার সামরিক শক্তির ৭৫ শতাংশ মোতায়েন করেছে। ইউক্রেনের সেনারা তীব্র লড়াই করছেন। এ সময়ে পাঁচ হাজার ৭১০ রুশ সেনাকে হত্যা কিংবা আহত করার দাবি করেছেন তারা। যদিও সেই দাবি কোনো সংবাদমাধ্যম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।