বলিউড তারকা সালমান খান সবসময়ই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকেন। তার প্রেমিকা আর বিয়ে নিয়েও নেটিজেনদের কৌতূহলেরও শেষ নেই।
সালমান নিজেই বলেছেন, আমার আর বিয়ে করার সময় নেই। কিন্তু কে শোনে কার কথা? হুটহাট শোরগোল ওঠে তার বিয়ে নিয়ে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সালমান খানের বিয়ের ছবি। তাই আবারো তাকে নিয়ে আলোচনা। সত্যি কি বিয়ে করেছেন এ তারকা?
সালমান খানের বিয়ের গুঞ্জনে নাম জুড়েছে সোনাক্ষী সিনহার। এ খবর শুনে রীতিমতো চমকে গেছে ফ্যানরা। কারণ বেশ কয়েকদিন ধরেই চলছে সোনাক্ষীর বিয়ের গুঞ্জনও। কিন্তু সালমানকে বিয়ে করবেন সোনাক্ষী, সে কথা কেউ ভাবতে পারেনি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সোনাক্ষীকে আংটি পরাচ্ছেন সালমান। আর কনের সাজে হাতে মেহেদী পরে রয়েছেন সোনাক্ষী। তার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। মজার বিষয় হচ্ছে, আসলে এ ছবিটি পুরোটাই এডিট করা। সালমান ও সোনাক্ষীর ছবি এডিট করে এ কাজ করেছে তাদেরই কোনো ভক্ত। যা পছন্দ করেছেন অনেকেই এবং মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে গেছে সবখানে।