রাশিয়ার সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পূর্ব ইউক্রেনের মারিওপোলে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ওই অঞ্চলের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সিএনএন জানায় , স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে থেকে কয়েক ঘণ্টা ধরে শহরজুড়ে গোলা বর্ষণের কারণে বহু মানুষ হতাহত হতে পারেন।
মারিওপোলের ডেপুটি মেয়র সেরগি ওরলভ বলেন, নদীর তীরের একটি জেলা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যেখানে সাধারণত এক লাখ ৩০ হাজারের মতো মানুষের বসবাস।
বিবিসিকে ওরলভ বলেন, আমরা সেখানে ক্ষতিগ্রস্ত লোকজনের সংখ্যা গুনতে পারিনি। কিন্তু আমরা বিশ্বাস করি অন্তত কয়েক শত মানুষের মৃত্যু হয়েছে। আমরা সেখানে মরদেহ আনতেও যেতে পারছি না।
তিনি আরও বলেন, রাশিয়ার সেনাবাহিনী এখানে কামান, নানা ধরনের রকেট, যুদ্ধ বিমান সব ধরনের অস্ত্র ব্যবহার করছে। বিশেষ করে কামান, নানা ধরনের রকেট, যুদ্ধবিমান ও কৌশলগত রকেট ব্যবহার করছে তারা।
তিনি জানান, রাশিয়ার বাহিনী চার পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে।
ওরলভ বলেন, রাশিয়ার বাহিনীর আচরণ জলদস্যুদের মতো। তারা তাদের বাহিনীর মাধ্যমে যুদ্ধ করছে না, তারা পুরো শহর ধ্বংস করে দিচ্ছে।