মোঃ হোসেন,স্টাফ রিপোর্টারঃ- বরিশাল: অসাধু চক্র ঠেকাতে পুলিশের উপস্থিতিতে রাজধানীর দুই সিটি করপোরেশন এবং বরিশাল শহরে ট্রাকে পণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি।
প্রতিষ্ঠানটি রমজান শুরুর আগে ও রমজানের সময় সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা বুট, পেঁয়াজ ও খেজুর বিক্রি করবে। ঢাকা ও বরিশাল শহরের বাইরে সব জায়গায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে।