মোঃ এনামুল হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ-
কলাপাড়ায় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।
দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস এম আলমগীর হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টাস ইউনিট’র সাবেক সভাপতি কবির তালুকদার, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, সহ সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা।
এ সময় টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুর হাসান সুজন মোল্লা, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাদা পারভেজ টিনু মৃধা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এস এম হারুন-অর রশিদ মুক্তা, সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন, গোয়েন্দা কর্মকর্তা মে. মনিরুল ইসলাম, কলাপাড়া থানার এ এস আই মো. আকতার হোসেন সহ কলাপাড়া কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে আমাদের কন্ঠ পত্রিকার সাফল্য কামনা করেন এবং বলেন আমাদের কন্ঠ সত্য ও সঠিক সংবাদ তুলে আনবে যাতে জনগণ সঠিক সংবাদটি জানতে পারে।