প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গণমানুষের ভোট প্রদানে যে সাংবিধানিক অধিকার রয়েছে তা কমিশনকে নিশ্চিত করতে হবে।
বুধবার (২ মার্চ) নির্বাচন ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ভোটাধিকার শুধু অধিকার নয়, এটি দায়িত্ব।
সিইসি বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এটি যাতে শুধু উৎসবেই থেমে না থাকে, সবসময়ই এ বিষয়ে কাজ করে যেতে হবে। ভোটাধিকার কিভাবে এসেছে সেটা সম্পর্কেও জানতে হবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় ও কেন্দ্রীয় সকল পর্যায়ে নেতা নির্বাচিত হয়।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটাধিকারের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জানতে হবে, বিশেষ করে ছাত্রছাত্রীদের।
আজ ২ মার্চ, জাতীয় ভোটার দিবস। সারা দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে দিবসটি। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।
২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পর এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।