বর্তমান সরকারকে ভোটবিহীন ও অবৈধ উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা উত্তর সিটি বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন, রাজপথে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে।
২০১৮ সালে ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতে হয়ে গেছে মন্তব্য করেন তিনি বলেন, জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং এই সরকার জনগণের সরকার না। আর সে কারণেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই।
বুধবার (২ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি।
নতুন নির্বাচন কমিশনকে ক্ষমতাহীন উল্লেখ করে আমান বলেন, নির্বাচন কমিশন নিয়ে সরকার নাটক শুরু করেছে। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছে এই সরকার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।