তুরস্কের আকাশ রাশিয়ার বিমানের জন্য উন্মুক্তই থাকছে। শুক্রবার (৪ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু এমন তথ্য দিয়েছেন।
তিনি বলেন, রুশ বিমানের জন্য আমাদের আকাশ বন্ধ হচ্ছে না। কৌশলগত ও মানবিক দিক বিবেচনায় নিয়ে তুরস্কর আকাশপথ রাশিয়ার জন্য খোলা থাকা গুরুত্বপূর্ণ।
ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আংকারার যোগাযোগের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
এর আগে ইউরোপীয় আকাশপথে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন এমন দাবি করেছেন।
তিনি বলেন, আমরা রুশ মালিকানাধীন, রুশ নিবন্ধিত ও রুশ নিয়ন্ত্রীত বিমান ইউরোপের আকাশে নিষিদ্ধ করতে যাচ্ছি। এসব বিমান ইউরোপে অবতরণ কিংবা আকাশ পথ দিয়ে চলাচল করতে পারবে না। রাশিয়ার প্রতিটি বিমানের জন্য আমাদের আকাশপথ বন্ধ। এতে অভিজাতদের ব্যক্তিগত মালিকানাধীন জেটও অন্তুর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া বহু ইউরোপীয় দেশ তাদের আকাশ পথে রাশিয়াকে নিষিদ্ধের কথা জানিয়েছিল। ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইতিহাসে এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় জোট।
উরসুলা ভন ডের লিয়েন বলেন, এটি ইতিহাসে সন্ধিক্ষণ হয়ে থাকবে। এছাড়া রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে আরও কিছু নিষেধাজ্ঞা ঘোষণার কথাও তিনি জানিয়েছেন।