ইউক্রেনে চালানো সামরিক অভিযানে রাশিয়া ক্লাস্টার বোমার ব্যবহার করেছে বলে দাবি করেছেন ন্যাটো সেক্রেটারি ইয়ান স্টলটেনবার্গ।
শুক্রবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ক্লাস্টার বোমার ব্যবহার দেখেছি। এছাড়া অন্যান্য বোমার ব্যবহারও করা হয়েছে। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
৯ দিন আগে ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর সেখানে উড়াল-নিষিদ্ধ এলাকা ঘোষণা করতে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে ইউক্রেনে নো-ফ্লাই জোন বা উড়াল-নিষিদ্ধ এলাকা ঘোষণা করতে নারাজ ন্যাটো। পশ্চিমা সামরিক জোটটি বলছে, তারা ইউক্রেনে সমর্থন বাড়িয়েছে। কিন্তু সরাসরি জড়িত হলে তাতে যুদ্ধ আরও দীর্ঘ ও ভয়াবহ রূপ নেবে।
এদিকে জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলতি সপ্তাহের শেষে ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার (৪ মার্চ) দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথনের পর এমন তথ্য জানা গেছে।