এতদিন গোপন থাকলেও প্রকাশ পেয়েছে সঞ্চালক-গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণ ও ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের বাবা-মা হওয়ার সংবাদ। সম্প্রতি ইনস্ট্রাগ্রামে এক পোস্টে এই সুখবর দেন আদিত্য নারায়ণ।
নিজেদের বিয়ের একটি ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে, আদিত্য লিখেন, ‘সৃষ্টিকর্তা আমাদের আর্শীবাদস্বরূপ একটি কন্যা সন্তান দিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি পৃথিবীর আলো দেখেছে সে। আপনাদের সঙ্গে খবরটি শেয়ার করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।’
স্ত্রী শ্বেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আদিত্য আরও বলেন, ‘ডেলিভারির সময়ে আমি শ্বেতার সঙ্গেই ছিলাম। সন্তানের জন্ম দেওয়ার জন্য যে মানসিক জোর এবং ধৈর্য লাগে একমাত্র কোনো মেয়ে সেই সাহস দেখাতে পারেন। এতে শ্বেতার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা আরও বেড়ে গেছে।’
এ দিকে আদিত্যের বাবা প্রখ্যাত গায়ক উদিত নারায়ণ। তিনি নিজেও একজন গায়ক। তাহলে কি মেয়েকে গানের জগতে নিয়ে আসবেন আদিত্য? এ বিষয়ে আদিত্য ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘মেয়ে বড় হয়ে যা হতে চাইবে সেদিকেই ওকে এগিয়ে দিব।’