নিজেদেরকে ইউক্রেন-রাশিয়া সংকটের অংশ নয় বলে দাবি করে ইউক্রেনকে নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করার দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে সামরিক জোট ন্যাটো।
শুক্রবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেন, ন্যাটো এই সংকটের অংশ নয়।
তিনি বলেন, ‘এই যুদ্ধকে আরও অবনতির দিকে যাওয়া রোধ করতে আমাদের দায়িত্ব রয়েছে। তাই আমরা এখানে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য ইউক্রেন দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোর অংশ হতে চাইছে। ন্যাটো জোটবদ্ধ হলে এর কোনো সদস্য দেশ একে অপরের ওপর আগ্রাসন চালাতে পারবে না।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। এতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেইসাথে শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশসমূহে আশ্রয় নিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।